রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বন দপ্তরের কোয়ার্টারে এক পরিবারের তিনজনের রহস্যমৃত্যু, খুন না আত্মহত্যা? ধোঁয়াশায় পুলিশ

Pallabi Ghosh | ০৩ মার্চ ২০২৫ ১৫ : ৫৫Pallabi Ghosh


অতীশ সেন, ডুয়ার্স: মাদারিহাটে বন দপ্তরের কোয়ার্টারের মধ্যে এক মাহুতের পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, মাদারিহাটের সায়লামন্ডল এলাকার বাসিন্দা বিনোদ ওরাওঁ বন দপ্তরে মাহুতের কাজ করতেন। তাঁর বড় ছেলে বিবেক ওরাওঁ-এর পড়াশোনার জন্য তিনি সপরিবারে মাদারিহাট রেঞ্জ অফিসের কোয়ার্টারে থাকতেন। 

সোমবার সকালে দেখা যায়, বিনোদের ভাই রবি ওরাওঁ (৩০) আত্মহত্যা করেছেন। তাঁর মা বেবি ওরাওঁ (৫২) ও বড় ছেলে বিবেক ওরাওঁ (১৩) পাশের ঘরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তবে তিনজনেই আত্মহত্যা করেছে- নাকি রবি ওরাওঁ তাঁর মা ও বিবেক'কে খুন করে নিজে আত্মহত্যা করেছেন, তা নিয়েও দেখা দিয়েছে সন্দেহ। ঘটনাস্থলে ইতিমধ্যেই বন দপ্তরের আধিকারিক ও মাদারিহাট থানার পুলিশ কর্মীরা পৌঁছেছেন।

জানা গিয়েছে বিনোদের স্ত্রী, মা, দুই ছেলে ও ভাই নিয়ে ছ'জনের সংসার ছিল। তাঁর বড় ছেলে বিবেক মাদারিহাটের একটি বেসরকারি ইংরাজি মাধ্যমের স্কুলে নবম শ্রেণিতে পড়ত। তাঁদের পরিবারে কোনও বিবাদ ও অশান্তি ছিল না বলেই প্রতিবেশীদের কাছ থেকে জানা গিয়েছে। সোমবার ভোরে বিনোদ ওরাওঁ বনদপ্তরের ডিউটিতে চলে যান৷ এরপরই তাঁর স্ত্রীর কাছ থেকে ভয়াবহ খবর পেয়ে তিনি বাড়ি ছুটে আসেন। দেখা যায়,  ভাই রবি ফাঁসিতে ঝুলছেন। তাঁর মা ও ছেলে মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রবি আত্মঘাতী হয়েছেন। তবে অপর দু'জনকে শ্বাসরোধ করে মারা হয়েছে। 

বিনোদ ওরাওঁ জানান, তাঁর বাবা ২০১৪ সালে কর্মরত অবস্থায় মারা গিয়েছিলেন। ফলে বাবার চাকরিটা তাঁর ভাইয়ের হওয়ার কথা ছিল। এর জন্য কয়েকবার তাঁরা কলকাতা পর্যন্তও ছুটেছিলেন। কিন্তু দশ বছর পেরিয়ে গেলেও চাকরি না পেয়ে ভাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। ঘটনার রাতে রবি ওরাওঁ তাঁর সমস্ত বইপত্র নিয়ে বাড়ির পেছনে আগুনে জ্বালিয়ে দেন। বিনোদ ভাইকে হাল না ছাড়ার জন্য পরামর্শ দিলেও, তিনি মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিলেন৷ রাতে তাঁরা একসঙ্গে মাছভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তদন্ত শুরু করা হয়েছে।


North BengalCrime NewsAlipurduar

নানান খবর

নানান খবর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া